প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে জয়ের লক্ষ্যে মাঠে নামছে যশোর শিক্ষাবোর্ড স্কুল

এখন সময়: বুধবার, ৮ মে , ২০২৪, ০৬:০৭:৪৯ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় খেলা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। নড়াইল ও খুলনা এ দুটি ভেন্যুতে হবে বিভাগীয় পর্যায়ের খেলা। নড়াইল জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় জয়ের লক্ষ্যে মাঠে নামবে যশোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিপক্ষ সাতক্ষীরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। ম্যাচটি জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য যশোরের। যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক তৌহিদুর রহমান বলেন, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমাদের খেলোয়াড়রা ভালো মুডে আছে। জয়ের চোখ আমাদের। গরমের কারণে অনেকটা অসুবিধা হতে পারে। টস ভাগ্য ভালো হলে জয়ের ব্যাপারে আশাবাদী। টসে জিতে ব্যাটিং নিলে জয়ী হতে সুবিধা হবে বলে মনে করছি। তিনি আরও জানান কাল (আজ শনিবার) সকালে স্কুল বাসে নড়াইলে যাবে টিম।  জেলা পর্যায়ের ফাইনালে যশোর কালেক্টরেট স্কুলকে ৪৪ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলো যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। আজকের ম্যাচে জিতলে খুলনা ভেন্যুতে খেলবে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। খুলনা (জেলা স্টেডিয়াম) ভেন্যুতে হবে বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল পর্ব। নড়াইল ভেন্যুতে অপর ২ টি দল ঝিনাইদহ (কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ) ও খুলনা জেলা চ্যাম্পিয়ন দল (গাজী মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল)। উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ের সকল খেলা হবে নকআউট পদ্ধতিতে।