যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

এখন সময়: শনিবার, ৪ মে , ২০২৪, ০৩:৪২:২৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা হয়েছে। ‘আসুন আমরা শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই’-প্রতিপাদ্য নিয়ে বুধবার দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করে পরিবেশ অধিদপ্তর।

কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণ শক্তির ক্ষতি করে। এটি গর্ভবতী মায়েদের জন্যও সমান ক্ষতিকর। বাস, ইজিবাইক ও অটোরিক্সায় হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দদূষণ করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির মধ্যদিয়ে শব্দদূষণ রোধ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপ-পরিচালক নুরে আলম, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়।