ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে  বাগেরহাটে মানববন্ধন,স্মারকলিপি

এখন সময়: শনিবার, ৪ মে , ২০২৪, ০৯:৩২:৫৩ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি: অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল বাজারজাত বন্ধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বাগেরহাট জেলা ক্যাব’র সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নজমুস সুলতানা সীমা, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, টিআইবির সচেতন নাগরিক কমিটি বাগেরহাটের সভাপতি অ্যাড. রামকৃষ্ণ বসু, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অরিনদম দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, সম্পাদক মধুসুধন দাম, চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ তরফদার, লেখক ও অনুবাদক মোর্শেদুর রহমান সাগর, ব্লাডব্যংক বাগেরহাটের সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, সুশান্ত কুমার দাস সাহেব, উন্নয়ন কর্মী স্বপন বসু, প্রফেসর হেমায়েত হোসেন, শিক্ষক শিরিন সুলতানা, অ্যাড. শিরিন আক্তার, অ্যাড: অরবিন্দ কুমার সাহা, কামরুজ্জামান, সোহেল রানা বাবু, বাচ্চু মল্লিক, কামরুজ্জামান মুকুল, দেবাশীষ ঘোষ বাবু প্রমুখ।