যশোরে ডিপো থেকে ২৮ লাখ টাকার ওষুধ চুরি, স্টোর অফিসারের বিরুদ্ধে মামলা

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ১২:৪০:৫২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে জিসকা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের ২৮ লাখ টাকার ওষুধ চুরি করে আত্মসাতের অভিযোগে স্টোর কিপার রওজার হোসেনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। কোম্পানির যশের ডিপো ইনচার্জ সোহেল হাসান বাদী হয়ে ১৮ এপ্রিল রাতে কোতয়ালি থানায় মামলাটি করেছেন।
আসামি রওজার হোসেন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
সোহেল হাসান এজাহারে উল্লেখ করেছেন, আসামি জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড যশোর ডিপোর স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। সে কারণে স্টোরের থাকা সকল প্রকার মালামালের দায়দায়িত্ব এবং স্টোরের চাবি তার কাছেই সংরক্ষিত থাকে। ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত ওই স্টোর থেকে ২৮ লাখ ২৮ হাজার ৪৯৫ টাকার ওষুধ আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। কারণ চলতি বছরের ঈদুল ফিতরের ছুটিতে গিয়ে তিনি আর অফিসে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে ঈদের পরে অফিস খোলার পরে তিনি না আসায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ডিপোর সহকর্মীদের সাথে নিয়ে ১৩ এপ্রিল অফিসের তালা ভেঙেÍ খোঁজখবর নিয়ে এবং হিসাব করে দেখা যায় ওই পরিমাণ টাকার ওষুধ তিনি আত্মসাৎ করেছেন। এরপরও তার বাড়িতে সংবাদ দিলে তিনি অফিসে কারো সাথে কোন প্রকার যোগাযোগ করেননি। ফলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। যদিও আসামি রওজার হোসেনকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই শরীফ আলমামুন জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।