সুলতান মেলায় ৩৫ বরেণ্য চিত্রশিল্পীর দিনব্যাপী আর্টক্যাম্প

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ১২:০৬:৩৬ এম

ফরহাদ খান, নড়াইল : নড়াইলে সুলতান মেলায় বরেণ্য চিত্রশিল্পীদের দিনব্যাপী আর্টক্যাম্প হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে চিত্রশিল্পী এসএম সুলতানের বাগানবাড়ি চত্বরে দেশবরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে এ আর্টক্যাম্প হয়। এতে দেশের স্বনামধন্য ৩৫ চিত্রশিল্পী অংশ নেয়।
আর্টক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে, চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, আর্চারি, ষাঁড়ের লড়াই, শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, নাটক, যাত্রাপালা, কবিগান এবং জারিগান।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলের সুলতান মঞ্চে গত ১৫ এপ্রিল থেকে এ মেলা শুরু হয়েছে। মেলায় পর্দা নামবে ২৯ এপ্রিল। প্রতি বছরের মতো মেলার সমাপনী দিনে এবারও দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণ পদক’ দেয়া হবে।