মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপিত

এখন সময়: বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০১:৩৫:০১ পিএম

 

মাসুম বিল্লাহ: যশোর বাঘারপাড়া উপজেলার খাজুরা মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর আদর্শ মহিলা কলেজের সভাপতি আব্দুল কবীর খান জামালের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া - ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। এসময় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ক (সার্কেল) জাহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহমেদ, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সমীর কুমার কুন্ডু, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার শাহেদী হিজল, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, যশোর আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, যশোর পৌরসভার কাউন্সিলর মোকসিমুল বারী অপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা ও বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, রবিউল ইসলাম রবি, জাকির হোসেন, আসাদুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,আব্দুস সামাদ মন্ডল, আব্দুল হামিদ ডাকু, মাস্টার এমদাদ হোসেন, বিল্লাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ রানা, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি খায়রুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।

সকাল ১০টায় বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর  কোরআন তেলাওয়াত-গীতা পাঠ, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। তারপর অতিথিদের বক্তৃতা। দুপুরের খাবার শেষে সন্ধ্যা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটির নানা উন্নয়ন অগ্রগতি ও অগ্রযাত্রার স্মৃতিচারণে আবেগ আপ্লুত হন উপস্থিত সকলে।