শেষ হলো ৩২ দলের ফুটবল ম্যাচ

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৯:৩৯:২৫ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দুই দিনব্যাপী এক ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো আকিজ ইস্পাত ভূষনিয়ান কাপ ২০২৪ এর দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট। শনিবার দিবাগত রাত ৩ টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে চ্যাম্পন্স ১৭ দলকে ২ - ১  গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্ধর্ষ ২০২২ ব্যাচের দলটি। খেলা শেষে রাত সাড়ে ৩ টায় মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানী তুলে দেন স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও আকিজ ইস্পাত গ্রুপের সিইও গালিব মোহাম্মদ তুষার। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ অন্যান্য অতিথিরা। উল্লেখ্য, ভূষন বিদ্যালয়ের এস এস সির ১৯৯৪ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচসহ মোট ৩২টি দলের অংশগ্রহণে এ ফুটবল খেলাটি রাতের আলোর ঝলকানী আর আতশ বাজীতে ফুটে উঠেছিল যেন ভিন্ন রকমের এক উৎসব আমেজ। আকর্ষণীয় খেলা দেখতে প্রতিদিনই গভীর রাত পর্ষন্ত নারী শিশুসহ হাজার হাজার দর্শকের মাঠে সমাগম ঘটে।