পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার পুলিশের অভিযান চালিয়ে চোরাই গরুসহ ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, পাটকেল ঘাটার তৈলকুপি গ্রামের নজরুল গাজীর ছেলে আল আমিন গাজী, ইবাদুল গাজীর ছেলে হাফিজ গাজী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি লাল রঙের এঁড়েষাঁড়সহ আমিন গাজী ও হাফিজ গাজীকে গ্রেফতার করা হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার নাথ জানান, একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।