সুন্দরবনে হরিণ ও শুকরের  মাংসসহ চোরা শিকারী আটক

এখন সময়: শনিবার, ৪ মে , ২০২৪, ০২:৫৫:১৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি : ঈদকে সামনে রেখে সুন্দরবনে হরিণ শিকারে নেমেছে চোরা শিকারীরা। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী থেকে মঙ্গলবার হরিণ ও শুকরের ৪০ কেজি মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।  অন্য চার চোরা শিকারী বনের গহীনে পালিয়ে গেলেও ইয়াসিন হাওলাদার (১৮) নামে শিকারীকে আটক করা হয়েছে। আটক ইয়াসিন বরগুনার পাথরঘাটার চরদোয়ানি এলাকার আলম হাওলাদারের ছেলে।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, ঈদকে সামনে রেখে পাথরঘাটার চরদোয়ানি এলাকায় একটি চোরা শিকারী দল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালীর গহীন বনে হরিণ শিকারে লিপ্ত হয়। মঙ্গলবার সন্ধ্যায় চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযানে নামে। একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গেলে চারজন চোরা শিকারী বনের গহীনে পালিয়ে যায়। এসময় নৌকা থেকে ইয়াসিন হাওলাদার নামে এক চোরা শিকারীকে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শুকরের মাংসসহ আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে বনরক্ষীরা হরিণ শিকারের এক বস্তা ফাঁদ উদ্ধার করেছে। বুধবার সকালে বন আইনে মামলা দিয়ে ইয়াসিনকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন। পলাতক চার চোরা শিকারীর পরিচয় পাওয়া গেছে। তাদের আটকে বনরক্ষীরা চেষ্টা চলাচ্ছে বলেও জানান এই বন কর্মকর্তা।