বেনাপোল সীমান্তের ওপারে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশী আহত

এখন সময়: মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০৩:০৪:৩৭ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তের ওপারে বিএসএফ এর রাবার বুলেটের আঘাতে ২ বাংলাদেশী নাগরিক আহত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০ টার দিকে তারা ফেনসিডিল আনতে ভারতে গেলে বিএসএফ সদস্যরা ধাওয়া করে ও রাবার বুলেট ছুড়লে আঘাতে এরা আহত হয়। বিজিবি সদস্যরা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। পরে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে শফিকুল ইসলাম ডালিম (৩২) ও মৃত দ্বীন মোহাম্মদের ছেলে পিয়াস বাবু (৩৫)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বেনাপোল সীমান্তের দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭-এস এর ১৮২ আর পিলার এর বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে এরা দুই জন বাংলাদেশের নাগরিক ফেনসিডিল আনতে গেলে বিএসএফ ধাওয়া করে ও রাবার বুলেট ছুঁড়ে। রাবার বুলেটের আঘাতে  তারা আহত হয়।