বাঘারপাড়ায় বরভাগ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

এখন সময়: রবিবার, ৫ মে , ২০২৪, ০৭:২৮:০২ এম

 

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। রোববার মামুদালিপুর গ্রামের ফসিয়ার রহমানের ছেলে সোহেল রানা উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১২ নভেম্বর দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পেতে আবেদন করেন চাকরি প্রার্থী সোহেল রানা। সে সময় বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর শিকদারের সাথে ১ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। সভাপতি আবু বক্কর শিকদার মৃত্যুবরণ করলে তার ছেলে তাওহিদুর রহমান বিদ্যালয়টির সভাপতি হলে এ পদে নিয়োগ পেতে সোহেলের কাছে ৮ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় এত টাকা দেয়ার সামর্থ নেই জানিয়ে সভাপতির কাছ থেকে বিদায় নেন সোহেল রানা। এরপর তিনি জানতে পারেন বিদ্যালয়ের সভাপতি মো. তাওহিদুর রহমান ও প্রধান শিক্ষক সাইদুর রহমান মোটা অংকের অর্থের বিনিময়ে অন্য আর একজন প্রার্থীকে নিয়োগ দিতে সকল কার্যক্রম সম্পন্ন করতে চলেছেন। বিষয়টির সঠিক তদন্ত ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে ও বাঘারপাড়া প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেছেন সোহেল রানা।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন,‘পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অর্থ লেনদেনের বিষয়ে আমার কিছু জানা নেই’।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ বলেন,‘আমি অভিযোগের কপি পেয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি জানান,‘ অভিযোগ পেয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটার তদন্ত করবেন। অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’।