ডুমুরিয়ায় সৌন্দর্য ছড়াচ্ছে কচুরিপানার ফুল

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৮:২৮:৪৬ এম

সুব্রত কুমার ফৌজদার, ডুমুরিয়া : কথায় বলে যার দোষ; তার কিছুটা হলেও গুণ আছে। নদীর পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়ানো কচুরিপানা মাঝ বসন্তে সৌন্দর্য ছড়াচ্ছে। পানিতে সবুজ পাতা আর ফুলের নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ হচ্ছেন সৌন্দর্য পিপাসুরা। ডুমুরিয়া উপজেলার খড়িয়া-মির্জাপুর মঠ ও বৃদ্ধাশ্রমের পাশে মাগুরখালী নদীতে সৌন্দর্যের পাপড়ি মেলে ধরা কচুরিপানা ফুলের সামনে দাঁড়িয়ে অনেকেই তুলছেন সেলফি।
সেলফি তুলতে আসা মির্জাপুরের নিলয় মন্ডল জানান, কচুরিপানা ফুলে অপরূপ সাজে সাজিয়েছে মাগুরখালী নদীর মির্জাপুর মোহনায়। সুবাস না ছড়ালেও বসন্তে ফোটা এ ফুলে রয়েছে নান্দনিক রূপ। দৃষ্টিনন্দন কচুরিপানার ফুল আকৃষ্ট করছে সৌন্দর্য পিপাসুদের।
খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক আশীষ কুমার মন্ডল জানান, কচুরিপানা আমাদের খালগুলো শত্রæর মত দখল করে রাখলেও; তার ফুলের অপরূপ সৌন্দর্য এতটাই যে আমরা বিমোহিত না হয়ে পারি না।