Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৮:৪৪:৪১ পিএম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে বুধবার সকাল ১১ টায় থ্রিভিং লোকাল হেলথ সেন্টার, দেবহাটা প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবার উন্নয়ন বিষয়ে উপজেলা সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। আশার আলোর প্রজেক্ট সুপারভাইজার শেখ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ।

এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মোহনা টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তানভির সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, হেলথ ইন্সপেক্টর আব্দুল্লাহ গাজী, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, আশার আলোর রবিউল ইসলাম, কবির হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)