কালীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা

বিসিডিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা ইউএনও’র

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৯:৫৮:১৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় বিসিডিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় অষুধ ব্যবসায়ীদের ওই সংগঠনটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ঘোষণা দেন তিনি। শুক্রবার উপজেলা পরিষদে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব’র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শিবু পদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর ব্যাবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু সাহা ও আকিদুল ইসলাম প্রমুখ।