দেড়বিঘা জমির লাউ গাছ কেটে দেয়ার অভিযোগ

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০২:৩৫:২৫ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পৌরসভার বলিদাপাড়া গ্রামের কৃষক হাফেজ মামুনুর রশিদের ক্ষেতে গাছ কেটে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।

ক্ষতিগ্রস্ত কৃষক মামুনুর রশিদ জানায়, রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখেন কে বা কারা তার ধরন্ত ১৫৭ লাউ গাছগুলি কেটে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ সময় ক্ষেতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, লাভ কম হওয়ায় গত তিন মাস আগে তার ওই জমির পেয়ারা বাগান কেটে ধার দেনা করে লাউ গাছ লাগান। আশা ছিল চলতি রমজানে লাউ বিক্রি করে লোকসান কমাবেন। কিন্তু শত্রুতাবশত দুর্বৃত্তরা তার সব আশা শেষ করে দিল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ জানান, লাউ গাছ কাটার ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।