কালীগঞ্জে ট্রাক চাপায় শিক্ষার্থী ও ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৮:১০:১১ এম

 

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী সাহেদ আলী (২০) ও ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে সাহেদ এ বছর এইচএসসি পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলো। ট্রেনের ধাক্কায় নিহত মেহেদী উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিব ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সাহেদ আলী মোটরসাইকেলে কালীগঞ্জ শহরে আসছিল। পথিমধ্যে শহরের বিহারী মোড়ে পৌঁছালে সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরো জানান, মেহেদী হাসান বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহর থেকে বেকারি পণ্য নিয়ে তার নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিলো। পথে বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর নসিমন আটকে যায়। নসিমনটি ঠেলে সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান।