খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৬:৪৩:১৫ পিএম

খুলনা প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান হয়।

এতে  প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, বীরমুক্তিযোদ্ধা আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।