মহম্মদপুরে জাতীয় পরিসংখ্যান  দিবস পালিত

এখন সময়: রবিবার, ৫ মে , ২০২৪, ১১:২৫:২৩ এম

 

মহম্মদপুর  (মাগুরা) প্রতিনিধি: “স্মার্ট পরিসংখ্যান , উন্নয়নের সোপান” এই স্লোগানে মাগুরার মহম্মদপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের  আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সেটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদে এসে আলোচনায় মিলিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডলের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন ।

উপজেলা পরিসংখ্যান অফিসার মো:আব্দুল্লাহ আল মামুন এঁর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আব্দুল হাইমিয়া  , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো মকছেদুল মোমিন, উপজেলা কৃষি কমকর্তা আব্দুস সোবাহান,উপজেলা যুব উন্নমন কর্মকর্তা জিয়াউল ইসলাম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ বোরহান উল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মোমিনুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ,মহম্মদপুর ইউপি চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জল, নহাটা ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ, রাজাপুর ইউপি চেয়ারম্যান খাঁন সাকিরুল ইসলাম শাকিল, দীঘা ইউপি চেয়ারম্যান খোকন মিয়াসহ অন্যরা।