রামপাল প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ল্যাবওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রামপালের কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু।
এরপর বিনামূল্যে চিকিৎসা সেবা দেন খুলনা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার স্বপ্না বাড়ই, ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার মোনতাসির মামুন, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঝুমুর।
এ সময় সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস চেকআপ, ও হেলথ চেকআপ করা হয় । এতে বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ও নারীরা বিশেষভাবে অংশগ্রহণ করেন।