কলারোয়া সুবর্ণজয়ন্তী উদযাপনে শিক্ষকদের সাথে মতবিনিময়

এখন সময়: মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০২:২৬:২৪ এম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘আগামীর পথে চলো একসাথে’ এই প্রতিপাদ্যে কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে শনিবার সকাল ১১ টায় শিক্ষকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। সভায় স্বাগত বক্তব্যে উদযাপন কমিটির সদস্য সচিব ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান বলেন, রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যে যার অবস্থান থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার প্রয়োজনীয়তা তিনি সবিনয়ে উল্লেখ করেন। তিনি এ বিষয়ে সম্মানিত শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেশি করে ভূমিকা রাখার আহ্বন জানান।

উপস্থিত ছিলেন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক নজরুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সি,জি,এম আসাদুজ্জামান মিলন, উদযাপন কমিটির অন্যতম কর্মকর্তা আজহারুল ইসলাম, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম, কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাক, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ,  সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কলারোয়া কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, ব্যাংকার আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকীবিল্লাহ শাহী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান,  কবি মন্ময় মনির, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুল ওহাব মামুন, আব্দুল লতিফ, জাকির হোসেন মাহমুদ, শাহ আলম প্রমুখ। সঞ্চালনা করেন ডাক্তার হাবিবুর রহমান ও শিক্ষক শেখ শাহজাহান আলী শাহীন।

আগামী ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে।