আলমডাঙ্গায় খামারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৪:০০:১৫ পিএম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্পের আওতায় গরু খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সোমবার হয়েছে। এবারের প্রশিক্ষণের বিষয় ‘খামারিদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন’।

প্রাণিসম্পদ অফিস হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০  খামারিকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। নিয়মিত সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মুস্তাকিন মুকুট ও আলমডাঙ্গা কৃষিব্যাংক শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার।