১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল

অভয়নগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

এখন সময়: বুধবার, ৮ মে , ২০২৪, ১২:৪৯:০৮ এম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, এপি আহসান হাবিব, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এবারের মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করার কথা থাকলেও ১৪ টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। যার মধ্যে দুইটি মাদরাসা ও বারটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। একটি কলেজও অংশগ্রহণ করেনি। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।