ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৯:২৫:৪১ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় দলিল লেখক সমিতিতে নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সভাপতি ফাররুখ হোসেন খানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ফাররুখ হোসেন খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা ও কোষাধ্যক্ষ প্রশান্ত জোদ্দার বিভিন্ন সময় অনুষ্ঠিত সভায় যোগ না দিয়ে সংগঠন পরিপন্থি কার্যক্রমে লিপ্ত হয়। এমনকি তারা সমিতির নির্ধারিত লাইব্রেরি ফির টাকা না দিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যক্তিগত ভাবে পকেটস্থ করেছেন। ওই টাকার হিসাব চাইতে গেলে তাদের সাথে নানা টানা পোড়েন সৃষ্টি হয়। যে কারণে গত ২৬ নভেম্বর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার? জের ধরে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ চক্রান্ত মুলকভাবে কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের ভূল বুঝিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। যা নিয়ম বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত। সাদা কাগজে স্বাক্ষরকারী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সামছুর রহমান মোড়ল বলেন, আমাকে একটা মিটিং করার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছে। তবে সভাপতির বিরুদ্ধে অনাস্থার ব্যাপারে কিছুই জানিনা। এমন অভিযোগ কমিটির অনেকের।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক খান মোজাম্মেল হোসেন, আ. সাত্তার মোল্যা, ইনছার আলী গাজী, মোশারফ হোসেন প্রমুখ।