কলারোয়ায় গৃহবধূ রানু খাতুন হত্যা মামলার প্রধান আসামি আটক

এখন সময়: মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০৪:১৬:২৬ এম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধূ রানু খাতুন হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা ও মামলা দায়েরের ১০ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি মুজিবর রহমানকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবন সংলগ্ন ধুমঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। মুজিবর রহমান কলারোয়া পৌরসভাধীন গদখালি গ্রামের ইমান আলি গাজীর ছেলে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সাংবাদিকদের জানায়, নিহত গৃহবধূ রানু খাতুন (৩২) কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক সরদারের কন্যা এবং আসামি মুজিবুর রহমান (৩৫) এর স্ত্রী। গত ১৮ অক্টোবর সকালে গৃহবধূ রানু খাতুনের সাথে স্বামী মুজিবুর রহমান এর পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গৃহবধূর স্বামী আসামি মুজিবুর রহমান লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে একাধিক আঘাত করে। রানু খাতুনের নাকের নিচেও একটি আঘাত করে। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের মা মোছা. বেলফুল বেগম বাদি হয়ে মুজিবর রহমানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামি আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর ২০২৩ তারিখ সকালে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মুজিবর রহমান পলিয়ে সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মুজিবুরকে আটক করতে সক্ষম হয়। র‌্যাব আরও জানায়, হত্যার ২৪ ঘণ্টার মধ্যে এবং মামলা দায়েরের ১০ ঘণ্টার মধ্যে শ্যামনগর থানার সুন্দরবন সংলগ্ন ধুমঘাটা এলাকা থেকে আসামিকে আটক করা হয়। ওই আসামি ভারতে পলায়নের জন্য অপেক্ষমান ছিল। আটককৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।