Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মনিরের মনোনয়নপত্র দাখিল

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১১:১৬:২২ এম

 

এম আলমগীর, ঝিকরগাছা: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহাবুবুল হকের নিকট মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হোসেন উদ্দীন হোসেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার  আদম শফিউল্লাহ প্রমূখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)