শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। মঙ্গলবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সকালে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা শাখার সভাপতি শতদল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইবাদত মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বাচ্চু চুকদার, জেলা সমন্বয়কারী সালমান খান, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।