শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় যশোরের

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ১২:১৩:২৪ পিএম

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিলো যশোর জেলা দল। সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিতে সাতক্ষীরা জেলা দলের কাছে ১৯ রানের ব্যবধানে হেরে যায় যশোর। সাতক্ষীরা জেলা দল প্রথমে ব্যাট করে ৩৮ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। তাদের লাজমীর ৪৮, ইয়াসিন আরাফাত ১৪, আতিকুজ্জামান ১২ ও রুদ্র ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। যশোরের হোসেন ৪ টি ও মুকুম বিশ^াস ৩ টি উইকেট নেন। জবাবে, ৪০ ওভার এক বলে ১০২ রানে গুটিয়ে যায় যশোর। তাদের রাকিবুল ৩৮, আজাদ ১৮ ও আদ্রিব জামান বর্ণ ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। সাতক্ষীরার সাগর ৪ টি, আবু হুরাইরা ৩ টি ও ইয়াসিন আরাফাত ২ টি উইকেট নেন।