যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিটে মামলা

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ১২:০৯:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে জেসমিন খাতুন (২৭) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসবে রেকর্ড হয়েছে। তিনি সদর উপজেলার সাড়াপোল গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

আসামিরা হলো, তার স্বামী কেশবপুর উপজেলার মধ্যকূল গ্রামের আব্দুর রব ব্যাপারীর ছেলে রফিকুল ইসলাম (৩৬), রফিকুলের ভগ্নিপতি সাতবাড়িয়া গ্রামের মোজাহারের ছেলে রেজাউল (৫০) এবং বোন রুবিনা (৪০)।

এজাহারে জেসমিন উল্লেখ করেছেন, আসামি রফিকুলের সাথে দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান আছে। কয়েক বছর ধরে আসামিরা তার কাছে নানা ভাবে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। গত ২০ অক্টোবর আসামিরা তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তিনি তার মায়ের বাড়িতে উঠেন। সেখানে থাকা অবস্থায় তার বোনের বাড়ি সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে বেড়াতে যান। আসামিরা জানতে পেরে গত ৫ নভেম্বর তার বোন বিলকিসের বাড়িতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে বিলকিস তার ছেলেকে মাদ্রাসায় নিয়ে যায়। এই ফাঁকে যৌতুকের দাবি করে আসামিরা তিনি দিতে অস্বীকার করায় ওই বাড়িতেই তাকে মারপিটে জখম করে মোটরসাইকেল যোগে চলে যায়। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কোতয়ালি থানায় যান মামলা করতে। পুলিশ মামলা না নেয়ায় তিনি আদালতে পিটিশন দাখিল করেন। পরে আদালতের নির্দেশে থানা পুলিশ গত শুক্রবার মামলা রেকর্ড করে।