কৃষকলীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে যশোর জেলা কৃষকলীগের প্রস্তুতিসভা

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০১:১০:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক  : আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেটে এ কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর জেলা কৃষক লীগের আয়োজনে রোববার নতুন খয়ের তলা সাইয়েদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোশারফ হোসেনের সঞ্চালনায় ও জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অভয়নগর কৃষক লীগ এর সভাপতি পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী ,যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন রাজু, মনোয়ার হোসেন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান তুরাব আলী, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা ঝুমুর ,দপ্তর সম্পাদক হাফিজুর রহমান , জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক তমিবুর রহমান খান রিপন , সহ দপ্তর সম্পাদক কামরুজ্জামান মিলন , সদর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সেলিম রেজা লিন্টু ,পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু , কেশবপুর উপজেলা সাধারণ সম্পাদক রমেশ দত্ত, মণিরামপুর উপজেলা সভাপতি আবুল ইসলামসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।