নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের আলাদা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদেণ্ডর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের ঘিবা গ্রামের মৃত হযরত আলীর ছেলে সিরাজুল ওরফে ওহেদুল ও ধান্যখোলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইমরান হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২১ মার্চ সন্ধ্যায় যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সদস্যরা জানতে পারেন বেনাপোলের ঘিবা গ্রামের সিরাজুল ওরফে ওহেদুলের বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে অবস্থান করছে। রাত সাড়ে সাতটার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ওহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে অহেদুলকে আটক করে। এরপর অহেদুলের স্বীকারোক্তিতে তার ঘরের খাটের নিচ থেকে দুই বস্তায় থাকা ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওহেদুল ও একই গ্রামের শহিদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ নুর মোহাম্মদ। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ওহেদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় শহিদুল ইসলামকে খালাস দিয়েছে আদালত।
এছাড়া ২০১৮ সালের ২ আগস্ট মধ্যরাতে বেনাপোলের বাহাদুরপুর এলাকায় বিজিবির একটি দল তল্লাশি অভিযান শুরু করে। এ সময় ইমরানকে আটক ও তার কাছ থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার কুমার মন্ডল ঘোষ বোনপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি ইরমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব সাক্ষী গ্রহণ শেষে আসামি ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন করাগারে আটক আছে।