ক্রীড়া প্রতিবেদক: জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সোমবার যশোরের সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রীতি হা ডু ডু খেলা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গতকাল বিকেলে এ ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশ নেয় লাল ও সবুজ দল। লাল দল ৩১-১৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সবুজ দলকে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামিম রেজা প্রমুখ।