Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:২৭:২৪ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অস্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এসব শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান। 

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানে সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ প্রমূখ। 

এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সৃজনশীল মেধা অন্বেষণে ১৫জন শিক্ষার্থীকে ২হাজার করে টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৪জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা সহ ১১জন শিক্ষক এবং ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেষ্ট বিতরণ করা হয়। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)