যশোর শিল্পকলায় নাটক ‘৩২ এর ক্রন্দন’ মঞ্চস্থ

এখন সময়: রবিবার, ৫ মে , ২০২৪, ০৭:২৫:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘৩২ এর ক্রন্দন’। কামরুল হাসান রিপন রচিত ও নির্দেশিত নাটকটি উপভোগ করেছেন মিলনায়তন পূর্ণ দর্শক। ৭৫’র ১৫ আগস্টের নির্মমতা এবং ঘটনাবলী নিয়ে নাটকটি হৃদয় কেড়েছে সবার।

জেলা প্রশাসনের সহযোগিতায় নাটক টি মঞ্চস্থ হওয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। 

দেড় ঘন্টার এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বঙ্গবন্ধু চরিত্রে আব্দুল আফফান ভিক্টর, বেগম মুজিবের চরিত্রে রওশন আরা রাসু, শেখ হাসিনার চরিত্রে মুন্নি রহমান, শেখ কামাল চরিত্রে জহির ইকবাল নান্নু, শেখ রাসেল চরিত্রে তাসরিক হাসান শুদ্ধ, সুলতানা কামাল চরিত্রে সাদিয়া ইসলাম, বিশ^াস ঘাতক খন্দকার মোস্তাক চরিত্রে আব্দুর রব, ঘাতক কর্নেল ফারুকের চরিত্রে শফিকুল আলম পারভেজ, মেজর রশিদ চরিত্রে শাহিন আলম বিশাল, মেজর ডালিম চরিত্রে রিয়াদুর রহমান, মেজর নুর চরিত্রে রাকিব উদ দৌলাহ্ , আজিজ পাশা চরিত্রে তন্ময় বিশ^াস, মহিউদ্দিন চরিত্রে কলি রহমান রাহাত, মোসলেম উদ্দিন চরিত্রে জাকির হোসেন, মেজর হুদা চরিত্রে অরন্য মেহরাজ প্রিন্স, মেজর সরোয়ার চরিত্রে রায়হান আহমেদ, বঙ্গবন্ধুর বাসার কাজের মেয়ে বকুলের চরিত্রে  বর্ষা নন্দি তুলি, মাওলানা চরিত্রে আতিকুজ্জামান রনি, বঙ্গবন্ধু আবাসিক এপিএস মহিতুলের চরিত্রে সাজেদুর রহমান তপু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার চরিত্রে নাসির উদ্দিন মিঠু এছাড়াও সৈনিক চরিত্রে অভিনয় করেছেন নিলয় হালদার, আশরাফুল কবির, তামিম ইসলাম, আপন, প্রমুখ।