Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ৩ কোটি টাকার মাদকসহ সাবেক ইউপি সদস্য আটক

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:২৪:০১ পিএম

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদক চার বোতল এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) ও ১ কেজি হেরোইনসহ হাসানুজ্জামান নামে এক সাবেক ইউপি সদস্য আটক হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করে বিজিবি। হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধপথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে প্রতিটি ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি ও এক কেজি হেরোইনসহ চোরকারবারী হাসানুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মাদক এলএসডি  ও হেরোইনের আনুমানিক মূল্য  প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনান্ট কর্নেল আশরাফুল হক জানান, আটক সাবেক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি  চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)