Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সুশাসনের জন্য নাগরিকের উপজেলা কমিটি গঠন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:০৭:০৬ পিএম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) বিকেলে পৌরশহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে কেশবপুর উপজেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে হাজী রুহুল কুদ্দুসকে সভাপতি এবং মোঃ মুনছুর আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে সুজন এর মণিরামপুর উপজেলার কমিটির সভাপতি ও জেলা কমিটির সদস্য মোঃ আব্বাস উদ্দীন ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত উপজেলা কমিটির ঘোষণা দেন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি সুফিয়া পারভীন শিখা, নিখিল চন্দ্র দাস, সহ-সম্পাদক উজ্জ্বল দাস, অর্থ-সম্পাদক রোকেনুজ্জামান মিঠু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুপ্রভাত কুমার বসু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ আকমাল আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম আখতার মুকুল, নির্বাহী সদস্য অসীম কুমার ঘোষ, আঃ গফুর, ইব্রাহীম রেজা, আবদুল্লাহ আল ফুয়াদ, কুন্তল বিশ্বাস, হারুন অর রশীদ বুলবুল, পরেশ দেবনাথ, আঃ রহমান, সবুরোন্নেছা, মৌসুমী মন্ডল, কামরুজ্জামান লাল্টু।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)