ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় খেলা সম্পন্ন হয়নি। যে কারনে বাইলজ অনুযায়ি অংশ নেয়া ২ টি দল ১-১ পয়েন্ট ভাগ করে নিলো। এ খেলায় অংশ নেয় চৌগাছা ক্রীড়া সংস্থা ও মুরাদ স্মৃতি সংঘ। দিনের প্রথম খেলায় জয় পেয়েছে বেনাপোল ক্রিকেট একাডেমী। মঙ্গলবার যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের একটি ম্যাচ সম্পন্ন হলেও দিনের অপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। গতকাল সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। এ রানের মধ্যে রহি ৯ চার ও ৬ ছক্কায় করেন ৮২ রান ও ওপেনার রানা ৭ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান। এছাড়া ফিরোজ করেন ৬৯ রান। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। দলের পক্ষে মুন ১০ রানে ৩ টি এবং এনামুল ১৫ রানে ২ টি উইকেট নেন। জবাবে, ১৬ ওভার ২ বলে ৭১ রানে অলআউট হয়ে যায় ইয়াং আর এন রোড। তাদের ইব্রাহীম ১৩, মাহিনুর রহমান ১১ ও ইসমাইল হোসেন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৮ রান। দলের পক্ষে তালিব ২ টি উইকেট নেন। দিনের দ্বিতীয় খেলায় চৌগাছা ক্রীড়া সংস্থা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে, ইয়াং আর এন রোড ১৯ ওভার ৪ বল হওয়ার পর বৃষ্ঠি আসে। এ সময় তাদের রান ছিলো ৬ উইকেটে ১৩২ রান। বিকেল সাড়ে ৫ টায় খেলা পরিত্যাক্ত ঘোষনা করে। এদিকে, এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো জানান, বৃষ্টির কারনে আজ বুধবারের ম্যাচ ২ টি স্থগিত করা হয়েছে।