যশোরের ১৫ কবি সাহিত্যিকের লেখা গ্রন্থের পর্যালোচনা অনুষ্ঠান

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:৪৯:১৩ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের ১৫ কবি সাহিত্যিকের লেখা গ্রন্থের পর্যালোচনা অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পরিষদ আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউট  এর সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহানাজ পারভীন। সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল ।

অনুষ্ঠানে   ডা. আহসান কবিরের লেখা গ্রন্থ ‘বিশ্ব মিলনমেলা ৪৫ দিন’,  সুরাইয়া শরীফের ‘হৃদয়ের-হৃনীল ক্ষরণ’ এবং ডা. আহাদ আলীর- ‘গীতি মঞ্জুরী’ এর উপর পর্যালোচনা করেন জিএম মুছা, ড. শাহনাজ পারভীনের উপন্যাস ‘মাশুল’ এর পর্যালোচনা করেন- তহীদ মনি, ছড়াকার রিমন খাঁন এর ছড়াগ্রন্থ  ‘ ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম’ এর পর্যালোচনা করেন সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, তহীদ মনির ‘উড়ান্ত মেঘমালা’ এবং এম এ কাশেম অমিয় এর ‘বুড়ি ভদ্রার বাঁকে’ পর্যালোচনা করেন শাহরিয়ার সোহেল। জিএম মুছার  দুটি শিশুতোষ গ্রন্থ ‘দুষ্টু বাঘের সাজা’ ও ‘রহস্যগ্রাম ভুতুড়ে পুতুল’ পর্যালোচনা করেন  এম অমিয় কাশেম অমিয়, শাহরিয়ার সোহেলের ‘সাহিত্যে সাকো‘  এবং শরিফুল আলমের কাব্যগ্রন্থ ‘ আপনের আপন ’নিয়ে আলোচনা করেন ড. শাহনাজ পারভীন। শিম্বা হায়দার বই ‘এসএম সুলতান’ আলোচনা করেন মনিরুজ্জামান। জাহিদুল ইসলাম যাদুর ‘শব্দে আঁকা ছবি’র পর্যালোচনা করেন অরুন মজুমদার এবং সালমান পারভেজ সবুজের ‘তৃতীয় পৃথিবীতে’ পর্যালোচনা করেন নুরজাহান আরা নীতি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ও গবেষক বিভূতিভূষন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ রাজু এবং মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন ।