বিএসপির ২২৪তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ১১ মে , ২০২৪, ০৮:২৫:১৫ এম

নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২২৪তম মাসিক সাহিত্যসভা শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি আহমদ রাজু।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি অ্যাডভোকেট জিএম মুছা, কবি এম এ কাসেম অমিয়, কবি নাঈম নাজমুল, কবি কাজী নূর।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি এডিএম রতন, মো. মনিরুজ্জামান, রবিউল হাসনাত সজল, রাজপথিক, আহম্মেদ মাহাবুব ফারুক, এমএনএস তুর্কি, সঞ্জয় নন্দী, আতিয়ার রহমান, অরুণ বর্মন, ভদ্রাবতী বিশ^াস, শরিফুল আলম, গোলাম রসূল, মো. নজরুল ইসলাম, ডা. এম এ হামিদ, জাহিদুল ইসলাম মিটু, শহিদুজ্জামান মিলন, অ্যাড. মাহমুদা খানম, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, সোনিয়া সুলতানা চাঁপা, এমএম মনিরুল ইসলাম, তাসরিফ জাহান মিতুল, হাজারী লাল সরকার প্রমুখ।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য কবি এম এ কাসেম অমিয় শেকড়ের সন্ধ্যান কর্তৃক সম্মাননা এবং প্রকাশনা সম্পাদক কবি কাজী নূর ভারতের কুমুদ সাহিত্য মেলা কমিটি কর্তৃক হাসান আজিজুল হক রত্ম সম্মাননা ও বর্ধমান উত্তর উৎসব সম্মাননা পাওয়ায় সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিএসপির নির্বাহী সদস্য মনোনিত হওয়ায় কবি ও গবেষক মনিরুজ্জামান ও কবি সঞ্জয় নন্দীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিশিষ্ট কবি ডা.ফজল মোবারক, বিএসপির হিতৈষী প্রবীণ সাংবাদিক এম এ মান্নান মিয়া, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিটু, কবি আহমদ রাজুর নানী আলেয়া বেগম, খালা মেরিনা বেগম ও কবি মো. আলমগীর হোসেন হিমেলের দাদা অমোদ আলী মহলদারের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।