Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘কেজি দরে তরমুজ বিক্রি করতে পারবে না ব্যবসায়ীরা’

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ১০:১৩:৫৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদের হল রুমে এই সভা হয়। সভায় বলা হয়, ব্যবসায়ীরা কেজি দরে তরমুজ বিক্রি করতে পারবে না। সদরের বিভিন্ন এলাকায় চাষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করে জরিমানা করা হয়েছে। কেউ যাতে গোপনে এটির চাষ করতে না পারে যেদিকে সজাগ থাকতে হবে। বাজার দর স্থিতিশীল রাখতে ও ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

সভায় উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন।  বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহিদুর রহমান রেজা, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাঈল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাস, উপজেলা এলজিইডি প্রকৌশলী নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নূর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা অঞ্জণা রানী ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, ইছালি ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাস খান রাসেল, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)