Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেনসিডিল চোরাচালানের দায়ে কাভার্ডভ্যান চালকের কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ১০:১৬:৪৪ এম

 

নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিল চোরাচালান মামলায় কাভার্ডভ্যান চালক মোস্তফাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিপ্লব নামে একজনকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এক রায়ে এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মোস্তফা ড্রাইভার খুলনা ফুলতলার গাড়াখোলা গ্রামের আইয়ুব আলী মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি আলতাফ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মার্চ ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পারবাজারে অবস্থান নেয়। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান থামার নির্দেশ দিলে হেলপার লাফিয়ে পড়ে পালিয়ে যায়। কাভার্ড ভ্যান থামার পর মোস্তফা ড্রাইভার আটক ও তল্লাশি করে বস্তায় ভর্তি ২৯৭১ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কাজী খাইরুল আলম বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক মোস্তফাসহ হেলপার বিপ্লবকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই মফিজুর রহমান চৌধুরী ওই বছরের ৩ জুলাই ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোস্তফা ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিপ্লবকে খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত মোস্তফা ড্রাইভার জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)