চিরনিদ্রায় শায়িত প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৪:০১:৩৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ফুলেল শ্রদ্ধা এবং জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে  প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার জোহরবাদ পুলিশ লাইন জামে মসজিদে তার  জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। এরমধ্যে উল্লেখযোগ্যরা হলেন  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের জাতীয় কার্যকরী  সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, অ্যাডভোকেট বোরহান উদ্দিন জাকির, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়ন ( জেইউজে)’র সাবেক  সভাপতি সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন,  সাজ্জাদ গনি খান রিমন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ওয়াহাবুজ্জামান ঝন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, লোক সমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ,  পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, ওয়াহিদুজ্জামান বাবলু প্রমুখ।

এর আগে তার মরদেহ প্রেসক্লাব প্রাঙ্গণে নেয়ার পর সেখানে প্রেসক্লাব এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ, জাসদ, প্রেসক্লাব যশোর,  সংবাদপত্র পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক স্পন্দন পরিবার, গ্রামের কাগজ, লোকসমাজ, সাপ্তাহিক সোনালী দিন, সাংস্কৃতিক সংগঠন স্পন্দন যশোর । এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, যশোর সাংবাদিক ইউনিয়ন ( জেইউজে)র সভাপতি মনোতোষ বসু, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়ার ৮১ বছর বয়সে মঙ্গলবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শনিবার বেলা ১১ টায় প্রয়াত এমএ মান্নান মিয়ার স্মরণে প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।