Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার শীর্ষ মাদক বিক্রেতা শহিদুলসহ আটক ২

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ১০:২৯:৫১ এম

নিজস্ব প্রতিবেদক:যশোরে পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুইজন আটক হয়েছে। তাদের মধ্যে একজন চৌগাছা উপজেলার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা শহিদুল ইসলাম মুন্সি।
গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকালে চৌগাছার শীর্ষ মাদক বিক্রেতা শহিদুল ইসলাম মুন্সিকে (৫১) আটক করা হয়। এদিন সকাল পৌনে ৮টার দিকে পুড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের দাম ৪ লাখ ৮০হাজার টাকা।
পুলিশ সূত্র আরো জানায়, শহিদুল ইসলাম শুধু শীর্ষ মাদক বিক্রেতা নয়, একজন সন্ত্রাসীও। তার বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা, বিস্ফোরকসহ ২৭টি মামলা রয়েছে।
অন্যদিকে, সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌফিকুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা বাবুবাজারের একটি বাইসাইকেলের গ্যারেজের সামনে থেকে ২২০ গ্রাম গাঁজাসহ আজিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আজিম ওই গ্রামের পিয়ার আলীর ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)