Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় শিশু দিবসে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:৪৫:২৬ এম

 

ফরহাদ খান, নড়াইল : নড়াইলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে জাতীয় শিশু দিবসে শুক্রবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌঁড় দেখতে ঢল নামে হাজারো মানুষের।

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি সুষ্ঠু বিনোদনের জন্য এ ধরণের উদ্যোগ তাদের। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে পেরে খুশি শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ।

আলোকদিয়া গ্রামের ইমরান হোসেন ও চাঁদপুর গ্রামের জালাল আহম্মেদ বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা সত্যিই আনন্দের। এ যেনো বাঙালির চিরায়ত মিলনমেলা।

ঘোড়া মালিক সাব্বির হোসেন বলেন, ঘোড়া লালন-পালন অনেক ব্যয়বহুল। তবুও গ্রামবাংলার ঐহিত্য ধরে রাখতে এবং মানুষকে সুষ্ঠু বিনোদন দিতে পারাটা আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার।

শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ আয়োজন সত্যিই আনন্দের।

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আবু নওশের বলেন, বার্ষিক ক্রীড়া ও ঘোড়দৌড় প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩৫টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যশোরের অভয়নগরের সাব্বিরের ঘোড়া প্রথম, নড়াইলের চাঁদপুর গ্রামের তুফানের ঘোড়া দ্বিতীয় এবং রতডাঙ্গার সাদিকের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করেছে।

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহমুদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্যাসহ অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)