Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৫:২৪:৪৬ পিএম

 

বাবুল আক্তার, চৌগাছা: যশোরের চৌগাছা শহরে পুরাতন মাইক্রোবাসস্ট্যান্ড এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর থেকে ইট পড়ে শ্রেয়া বালা নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল দশটার দিকে বাবা মায়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রেয়া শহরের নিরিবিলিপাড়ার হোমিও চিকিৎসক শংকর কুমারের একমাত্র মেয়ে। মেয়েটি ২য় শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন ভবনের সামনে শিশু শ্রেয়ার বাবা শংকর কুমারের হোমিও চিকিৎসালয়। শ্রেয়ার মা বুলি বালা শিশুটিকে স্কুল থেকে প্রাইভেট পড়িয়ে বাবার কাছে নিয়ে যাচ্ছিলেন। নির্মাণাধীন ভবনের নিচে পৌঁছালে উপর থেকে ইট পড়ে শ্রেয়া গুরুতর আহত হয়। শ্রেয়ার বাবা ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক সাইমা নাহিন শান্তা শিশুটিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ দিকে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। ঘটনার পরে চৌগাছা থানার পুলিশ ও পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)