নিজস্ব প্রতিবেদক: মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক মা। মঙ্গলবার শহরের রায়পাড়ার গোলাম ফারুকের স্ত্রী রেখা বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন পাপ্পু।
আসামিরা হলো গোলাম ফারুকের ছেলে শহিদুর রহমান শহিদ ও তার স্ত্রী সুইটি বেগম।
মামলার অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুর ও তার স্ত্রী সুইটি বেগম ছোট ভাই সাদিকুর ও তার মাকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিকেলে আসামিরা তার মাকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে শহিদুর ও তার স্ত্রী সুইটি বেগম মা রেখাকে বেদম মারপিটে জখম করে। সাদিকুর মাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।