Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অতিরিক্ত নেশা করে দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৩

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ১০:২৯:৫১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে অতিরিক্ত নেশা করে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করা হলেও দাফনের পর তা ফাঁস হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ইসলাম (৪৫) ও শাহাজান আলীর ছেলে জাকির হোসেন (২৯)। একই সাথে নেশা করে অসুস্থ বাবলু (২৮) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে পালিয়েছে। পুলিশ বলছে, তাদের মৃত্যুর রহস্য জানার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮ টার দিকে আবাদ কচুয়া ও হামিদপুর সড়কের মাঝে আরমান হোসেন ওরফে কটার  মেহগুনি ও লিচু বাগানে ৫ জন নেশা করে অসুস্থ হন। ইসলাম ও জাকির ছাড়া বাকি ৩ জন হলেন আবাদ কচুয়া গ্রামের আবু বক্কর মোল্লার ছেলে কাশেম ওরফে বাগানে কাশেম (৫৫) সিতারামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে বাবলু (২৮)ও একই গ্রামের আনোয়ার মোড়লের ছেলে রিপন হোসেন মোড়ল।  বিষয়টি জানাজানির ভয়ে তারা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গভীর রাতে অবস্থার অবনতি হলে ইসলাম, জাকির ও বাবলুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি দুপুর ২টায় ইসলাম ও ২৭ জানুয়ারি বেলা ১১ টায় জাকির হোসেনের মৃত্যু হয়। দুই জনের মৃত্যুর পর বাবলু ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন।

সূত্র জানায়, অতিরিক্ত নেশা করে অসুস্থ হলেও পরিবারের পক্ষ থেকে ঘটনাটি গোপন করা হয়। এমনি হাসপাতালে ভর্তি করা হয় মিথ্যা তথ্য দিয়ে। কিন্তু তাদের মৃত্যুর পর বিষয়টি চাউর হয়ে পড়েছে।

জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, ভর্তির সময় স্বজনরা চিকিৎসককে জানান তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন। যে কারণে মৃত্যুর পর ছাড়পত্র নিয়ে লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নাজমুল হাচান জানান, লাশ দাফন হয়ে যাওয়ার পর গুঞ্জন শোনা যাচ্ছে অতিরিক্ত নেশা করে তাদের মৃত্যু হয়েছে। সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার এস আই মহিউদ্দিন জানান, অতিরিক্ত অ্যালকোহল পান করে ওই দুই জন মারা গেছেন বলে এলাকায় রটে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)