সাংবাদিক কিরণ সাহার নবম মৃত্যুবার্ষিকী আজ

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:২৭:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক: দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান প্রথিতযশা সাংবাদিক কিরণ সাহা কচির নবম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। ওইদিন রাতে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে দৈনিক যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তর যশোর ব্যুরো অফিসে স্মরণসভার আয়োজন করা হয়। স্বজন সমাবেশ যশোর শাখার সভাপতি জিএম জুলফিকার আবদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন ও দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।

বক্তারা বলেন, সাংবাদিক কিরণ সাহা বস্তুনিষ্ট সাংবাদিকতা করেছেন। তিনি নীতি ও আদর্শের সঙ্গে কখনো আপোস করেননি। তিনি বস্তুনিষ্ট সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত।

এদিকে, শহরের পুরাতন কসবা আজিজ সিটির নিজ বাসভবনে তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠান হবে।

কিরণ সাহা যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ আরো কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।