শরণখোলায় ২টি হরিণের চামড়া উদ্ধার

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:৫০:০৬ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে ২টি হরিণের চামড়া উদ্ধার করেছে। সোমবার দুপুরে উপজেলার সোনাতলা গ্রামের হরিণ চক্রের হোতা তানজের আলী বয়াতির বাড়ি থেকে উদ্ধার করা হয়।

বনবিভাগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার সোনাতলা গ্রামের কবির বয়াতির পূত্র সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা তানজের বয়াতি হরিণের চামড়া বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের বিএম নাছির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল সিপিজির  সহোযোগিতায় ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা বাড়িতে তল্লাসি চালিয়ে ঘরের মধ্য থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারী চক্রের হোতা তানজের বয়াতিসহ অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জের স্টেশন ইনচার্জ সুফল রায় বলেন, চামড়া ২টি উদ্ধার করতে পারলেও শিকারী চক্রের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।