শরণখোলায় আগুনে পুড়ে ৪টি দোকান ভষ্মীভূত

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০২:২০:৪৫ পিএম

 শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের দক্ষিণ দিকে ক্লাসিক কিন্ডারগার্টেন সংলগ্ন ৪টি ঘর আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। ৮ জানুয়ারি গভীর রাতে তাফালবাড়ী বাজারের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে।  ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, তাফালবাড়ী বাজারের ব্যবসায়ী পলাশ মাহমুদ এর মেশিনারীজ, ফেয়ার প্রাইজের চালের দোকান, মাছের আড়তসহ ৩টি ঘর ও পুরাতন কাঠ ব্যবসায়ী বিধান চন্দ্র হালদার এর ফার্নিচারের দোকান আগুন লেগে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা ঘন্টা খানেক চেষ্টার পরে  আগুন নিয়ন্ত্রণে আনেন। যথাসময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পাশের দোকানগুলো। ক্ষতিগ্রস্ত পলাশ মাহমুদ জানান, জাপানি ফোর স্যালেন্ডার মেশিন সহ অনেক মালামাল পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা অন্যদিকে ফার্নিচারের দোকানদার বিধান চন্দ্র হালদার বলেন তার দোকানে বেশ কয়েকটি প্রস্তুত করা খাট, ফাড়াই করা কয়েকশত সিএফটি কাঠ  ও আসবাবপত্র তৈরি করার মেশিন দোকানে ছিল। তার ক্ষতির পরিমাণ ৮/৯ লাখ টাকা। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুর আলম জানান, ধারণা করা হচ্ছে ওই চারটি দোকানের যে কোন একটি দোকান থেকে সর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আসেপাশের দোকানগুলো ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।