Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট চুয়াডাঙ্গাকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০২:০০:৫৩ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চুয়াডাঙ্গা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বুধবার বিকেলে নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

এদিন খেলা শুরুর আগে মাঠে উপস্থিত দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার। এর পর পরই রেফারির বাঁশিতে খেলা শুরু হয়। 

খেলার প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় লিমনের দেয়া গোলে ১-০ তে এগিয়ে যায় কালীগঞ্জ একাদশ। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে চুয়াডাঙ্গা দল। এ সময় উভয় দলেরই আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। এরপর দ্বিতীয়াধের ৩ মিনিটে কালীগঞ্জ দলের সাকিব একটি গোল করায় ২-০ তে কালীগঞ্জ একাদশকে এগিয়ে নেয়। চুয়াডাঙ্গা একাদশ গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে কালীগঞ্জ ফুটবল একাদশ। বিজয়ী একাদশের লিমনকে অব দি ম্যাচ ঘোষণা করা হয়।

খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, সহকারী ছিলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন ও বাবু। ধারাভাষ্যে ছিলেন কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ। শেষে লাকী কুপনের ড্র অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান নাছির চৌধুরী ও রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য, ক্রীড়া সংস্থার সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত ভট্টচার্য্য জানান, আগামী ২৩ই নভেম্বর বুধবার টুনামেন্টের চুড়ান্ত পর্ব ফাইনালে অংশ নেবে করবে কালীগঞ্জ ফুটবল একাদশ ও মাগুরা ফুটবল একাদশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)